
রাজধানীতে ব্যাটারি বা মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি-হুইলার এবং ফিটনেসের অনুপযোগী মোটরযান চলাচল বন্ধের অনুরোধ করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। তা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার ( ১৯ মে ) বিআরটিএর দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি-হুইলার ঢাকা মহানগরীতে চলাচলের কারণে সড়ক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। সড়ক পরিবহন আইন,২০১৮ অনুযায়ী ব্যাটারি/মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি-হুইলার এবং ফিটনেসের অনুপযোগী,রংচটা,জরাজীর্ণ ও লক্কড়-ঝক্কড় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ।
এ অবস্থায় ঢাকা মহানগরীতে এ ধরনের মোটরযান চলাচল বন্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। অন্যথায়,এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
ডিআই/এসকে