
শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের আলমপুর এলাকায় অবৈধভাবে ভরাট বাণিজ্য চলছে। নিয়মনীতির তোয়াক্কা না করে দিনের পর দিন নিরবে ভরাট হয়ে যাচ্ছে অসংখ্য জলাশয় ও পুকুর। আর এসব ভরাটে ছাড়পত্রবিহীন ড্রেজার স্থাপন করার মধ্য দিয়ে বিভিন্ন কৃষিজমি ও গুরুত্বপূর্ণ কাঁচা-পাকা সড়কের ক্ষতিসাধন করা হচ্ছে। মাটিখেকোদের এমন কর্মকান্ডে জনসাধারণের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এ চক্রের সদস্যরা এলাকায় প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ প্রতিবাদ করতে সাহস পায় না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হাঁসাড়া ইউনিয়নের আলমপুর কবরস্থান সংলগ্ন বিশ শতাংশ একটি পুকুর ভরাট করছে পুকুরটির মালিক আশরাফুল হোসেন। শাহীন এর মালিকানা ১টি ড্রেজার আলমপুর খালে বসিয়ে এই ভরাট বাণিজ্য করা হচ্ছে। ড্রেজারে শ্রমিকদের কাজ করতে দেখা যায়।
স্থানীয়রা বলছেন, ড্রেজার ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাদের হুমকি ধমকির সামনে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। বসতবাড়ি কিংবা রাস্তার ওপর দিয়ে যেভাবে পাইপ লাইন নেওয়া হয়েছে এতে মানুষ চলাচলে বাঁধাগ্রস্ত হচ্ছেন। দেখার যেন কেউ নেই!
অবৈধ ড্রেজার ব্যবসায়ী শাহীন এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন হলো ড্রেজার বসিয়ে ভরাট কাজ করছি। রাস্তার ওপর দিয়ে পাইপ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই রাস্তা দিয়ে মানুষ চলে না।
পুকুরের মালিক আশরাফুল হোসেন এর কাছে অনুমতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কোথাও থেকে অনুমতি নেইনি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ বলেন, আমি এখন জানতে পারলাম প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।