
বন্ধু সঙ্ঘ’৮৯ লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী,পটুয়াখালী’র বন ভোজন ২০২৩ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টায় পটুয়াখালী সদর হাসপাতালের সামনের প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের ২য় তলায় উক্ত বন্ধু সঙ্ঘ’৮৯’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় এ্যাডভোকেট মোঃ আবুল কালাম আজাদ (৩) এর সভাপতিত্বে ও বন্ধু সঙ্ঘ’৮৯ লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী, পটুয়াখালী’র সাধারণ সম্পাদক মোঃ সাঈদুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ মিজানুর রহমান, মোঃ শফিকুল ইসলাম বাহাদুর মৃধা ও জি.এম.কামাল হোসেন প্রমুখ।
এসময় উক্ত সভায় বন্ধু সঙ্ঘ’৮৯ লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী, পটুয়াখালী’র একাধিক সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: আগামী ২১ ডিসেম্বর ২০২৩ইংতারিখ সিলেটে বন্ধু সঙ্ঘ’৮৯ লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী, পটুয়াখালী’র বনভোজন ২০২৩ অনুষ্ঠিত হইবে এ আলোচনা সভায় তা সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা যায়।