
আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি।
কালিগঞ্জে বন্ধু ফোরামের সদস্যের সন্তানদের পরীক্ষায় সাফল্য ও কৃতিত্বপূর্ণ অর্জন করায় সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বন্ধু ফোরাম এর আয়োজনে শুক্রবার (১৭ মে) দুপুরে কালিগঞ্জ সুশীলন এর আঞ্চলিক কার্যালয়ে ফোরামের ২৫৪তম মাসিক সভা ও বন্ধু ফোরাম এর সন্তানদের শিক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতি স্বরূপ সম্বর্ধনা প্রদান করা হয়েছে। বন্ধু ফোরাম এর সভাপতি সু সংগঠক মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে দপ্তর সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের (অবঃ) অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবান্ধিক গাজী আজিজুর রহমান। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাশিয়া প্রবাসী আলহাজ্ব আব্দুর রব, রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল ওহাব, বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ আলম, বক্তব্য রাখেন বন্ধু ফোরামের সহ-সভাপতি শেখ আবু তাহের, নির্বাহী সদস্য শেখ সাইফুল বারী সফু , জিএম আবু আব্দুল্লাহ, সদস্য শেখ রিয়াজুল ইসলাম, প্রভাষক শাহরিয়ার খান রিপন, খাঁন জাহিদুল ইসলাম,বাবু, গোলাম আইয়ুব জুলু, ডাঃ রফিকুল ইসলাম, শেখ শাকির আহমেদ বাবু, শেখ আব্দুল করিম মামুন হাসান। উপস্থিত ভাবিদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি ভাবি সেলিনা ইয়াসমিন, রিনা পারভিন, মাজেদা পারভীন, মঞ্জুয়ারা পারভীন ,অঞ্জলি বিশ্বাস, লাভলী ইয়াসমিন, উপস্থিত সম্বর্ধিত সন্তানদের মধ্যে বক্তব্য রাখেন ডা: অফ ভেটেনারি মেডিসিন ডাঃ শেখ তৌকীর আহমেদ রাহুল, এসএসসিতে এ প্লাস প্রাপ্ত আনিসা মাহজামিন, মোসাম্মৎ নওরিন আহমেদ উর্মি, ফাতেমা নাইমা রুমানা, ইভা মনি, ঝিল মিল জামান প্রমূখ। প্রধান অতিথি গাজী আজিজুর রহমান বলেন বন্ধু ফোরাম আজ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের সন্তানদের মেধা মননে তাদের বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টির প্রতি গুরুত্ব দিয়েছেন সন্তানদের মেধাকে স্বীকৃতি দিয়ে সম্বর্ধনা দিয়ে সম্মানিত করেছে। সভায় বন্ধু ফোরামের সদস্য ভাবি ও সন্তানরা উপস্থিত ছিলেন।