আবুল কালাম আজাদকে নিয়ে সংবাদ প্রকাশ করে মর্মাহত সকালের খবর২৪ ডটকম।
কিশোরগঞ্জ জেলা পরিষদে কর্মরত মো.আবুল কালাম আজাদকে নিয়ে গত ১৯ মার্চ সকালের খবর ২৪ ডটকম অনলাইন পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। যার শিরোনাম ছিল''শুন্য থেকে হাজার কোটি টাকার মালিক আবুল কালাম আজাদ;কি তার আয়ের উৎস?" যা আবুল কালাম আজাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি মনে করেন,সংবাদটি একপেশে,উদ্দেশ্যমূলক এবং মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে। একটি কুচক্রীমহল তাকে স্থানীয়ভাবে প্রতিপক্ষ বানিয়ে সংবাদটি প্রচার করিয়েছে;এতে সকালের খবর ২৪ ডট কমের আরও স্বচ্ছতার পরিচয় দেওয়া উচিত ছিল।
আবুল কালাম আজাদ মনে করেন,তার বিরুদ্ধে এমন সংবাদ প্রচারের আগে তার বক্তব্য নেওয়া উচিত ছিল; যা সাংবাদিকতার নীতিমালাতেও বলা হয়েছে। তার বক্তব্য ব্যতীত এই সংবাদ প্রকাশ করায় তিনি ও তার পরিবার সামাজিক এবং দাপ্তরিকভাবে হেয়পতিপন্নের শিকার হয়েছেন। তাছাড়া সংবাদে আবুল কালাম আজাদের বিরুদ্ধে ঢাকার সেগুনবাগিচা দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে যে অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে__ তা সম্পূর্ণরূপে মিথ্যা,শত্রুতামূলক ও প্রমাণবিহীন। তিনি সকালের খবর২৪ ডটকম-এ এমন সংবাদ প্রচারে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
যা বলছে সকালের খবর২৪ডটকম:
সকালের খবর খোঁজ নিয়ে জেনেছে,আবুল কালাম আজাদের পরিবার রাজবাড়ীর একটি স্বনামধন্য পরিবার। তারা এলাকায় বিভিন্ন উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন। বৈশ্বিক মহামারী করোনাকালে এবং যেকোনো উৎসবে এলাকার অসহায় মানুষকে সব সময় সহায়তা করে আসছে এই পরিবারটি। তাদের এমন কর্মকাণ্ডে একটি মহল ঈর্ষান্বিত। তারা সাংবাদিকদের বিভিন্ন সময় ভুল তথ্য দিয়ে পরিবারটিকে হেয় করার প্রচেষ্ঠায় বিভোর। কুচক্রী মহলের এমন ফাঁদে পা দিয়েছে পাঠক জনপ্রিয় অনলাইন 'সকালের খবর ২৪ ডটকম'। আবুল কালামের মতো পরোপকারী একজন মানুষকে নিয়ে এমন সংবাদ প্রচার করে সকালের খবর ২৪ ডটকম মর্মাহিত হয়েছে। এমন সংবাদ প্রকাশ করার কারণে সকালের খবর ২৪ ডটকম দুঃখ প্রকাশ করছে। ভবিষ্যতে আবুল কালাম আজাদ ও তার পরিবারের মানবিক কাজ অব্যাহত থাকুক সেটা কামনা করে সকালের খবর ২৪ ডটকম। এছাড়া তাদের ভালো কাজের সারথি হতে চাই আমরা।