
নাইক্ষংছড়িতে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেছেন, নির্বাচন সুষ্ঠ-অবাধ-নিরপেক্ষ হবে। সরকার ও নির্বাচন কমিশনার চায় নির্বাচন সুষ্ঠু, সুন্দর যেন প্রশ্নবিদ্ধ না হয়। এ সব মাথায় রেখে উপজেলা নির্বাচন হবে সম্পুর্ণ স্বচ্ছ-উৎসবমূখর । আর এ জন্যে সব ব্যবস্থা নেয়া হয়েছে ইতিমধ্যেই ।তিনি আরো বলেন, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সহ ৪ ধরণের ফোর্স ও জরুরী নম্বর টাংগানো থাকবে।অনিয়ম দেখা দিলে সাথে সাথে ফোন নম্বর গুলোতে জানালে সাথে সাথে ব্যবস্থা। আর এর পরেও তার ব্যতায় ঘটলে দায়ী সংশ্লিষ্ট সবের দায় বহন করতে হবে।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে নাইক্ষংছড়ি হাজী এম এ কালাম সরকারী কলেজ অডিটোরিয়ামে ২১ মে আসন্ন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপালনকারী ২৮ প্রিজাইডিং অবিসার,১৩৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২৭৩ জন পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাত্তোর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ৬ষ্ঠ উপজেলা পরিষদের রিটার্নিং অফিসার উম্মে কুলসুম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসেন মো: রায়হান কাজেমী পিপিএম সেবা,থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, জেলা নির্বাচন অফিসার, এস,এম,শাহাদা হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভ:) মো: সালাউদ্দিন আল-আজাদ সহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা। সভায় অতিরিক্ত পুলিশ সুপার কাজেমী বলেন,নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে দেয়া যাবে না। যে যার অবস্থান থেকে সুষ্ট-নিরপেক্ষ নির্বাচন করতে বাধ্য থাকবেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্ট্যান্ডবাই থাকবে। কোন অনিয়ম প্রশ্রয় দেয়া হবে না। কবলে ব্যবস্থা।
জেলা নির্বাচন অফিসার মো: শাহাদাত হোসেন বলেন,বিগত দিনে কি হয়েছে তিনি বলতে পারবেন না। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন হবে সম্পুর্ন নিরপেক্ষ। নির্বাচন সুষ্ঠ করতে গিয়ে বাধা আসলে বা কোন অনিয়ম -অভিযোগ ওঠলে সাথে সাথে সে কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন।
জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসের তথ্যমতে,
আগামী ২১মে বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।