
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান অস্ত্র সরবাহকারীকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বৃহস্পতিবার (১৬ মে) তাকে গ্রেফতার করা হয়েছে।
তবে প্রাথমিকভাবে গ্রেফতার ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান,বিপুল পরিমাণ অস্ত্র ও গুলাবারুদসহ জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান অস্ত্র সরবাহকারীকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে আগামীকাল শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো.আসাদুজ্জামান।
ডিআই/এসকে