
ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় নড়াইলে দিনব্যাপী কৃষক/কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল সদর এর আয়োজনে উপজেলা কৃষি অফিসের হল রুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আশেক পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. ফ. ম. মাহবুর রহমান অতিরিক্ত পরিচালক (প্রকল্প পরিকল্পনা) পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (প্রকল্প পরিকল্পনা) পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং মোঃ মোফাক্কারুল ইসলাম, কর্মসূচি পরিচালক রেজওয়ানা রহমান, মনিটরিং অফিসার ধীমান অধিকারী, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার সৌরভ দেবনাথ। এ সময় প্রধান অতিথি প্রশিক্ষনার্থীদের প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি আরো বলেন বস্তা পদ্ধতিতে চাষ বিষয়ে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। সামনে আরও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষ পদ্ধতির পরিকল্পনা রয়েছে। কৃষি বিভাগ ও আপনাদের এরকম সুসম্পর্ক বজায় থাকলে নড়াইল সামনে আরো সামনের দিকে এগিয়ে যাবে। নড়াইল কৃষি বিভাগের কার্যক্রম দেখে আমি মুগ্ধ। এ প্রশিক্ষণ পেয়ে কৃষক/কৃষাণীরা গুরুত্বপূর্ণ অনেক কিছু জানতে পেরে সকলে কৃষি বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন এ ধরনের প্রশিক্ষণ আমরা যাতে আরো পেতে পারি। তার ব্যবস্থা করতে কৃষি বিভাগের প্রতি অনুরোধ জানান। প্রশিক্ষণ শেষে সকল কৃষক/কৃষাণীদের মাঝে ০১টি উন্নত জাতের আমের চারা বিতরণ করেন নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মানুনুর রশীদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বি এম জাহিদ শাকিল, দীপক কুমার বসু, মনিরুজ্জামানসহ, কৃষক/কৃষাণী, সাংবাদিকবৃন্দ।