
গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল,মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ৫৮ জনকে আটক।
বৃহস্পতিবার (১৬ মে ) বিকালে নৌ পুলিশ হেডকোয়ার্টারের পুলিশ সুপার (ট্রেনিং,ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের বিভিন্ন অভিযানে এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোট ২১ লক্ষ ১২ হাজার ৯৭০ মিটার অবৈধ জাল, ১৫২ কেজি মাছ, বিভিন্ন প্রজাতির ৫ লক্ষ ১০ হাজার ৫০০ পিস বাগদা রেনু পোনা এবং তিপ্পান্ন কেজি কাঁকড়া জব্দ করা হয়। এদিন নৌ পুলিশ অভিযান চালিয়ে পনেরোটি ঝোপ ধ্বংস করে।
তিনি আরো বলেন,নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় চৌদ্দটি বাল্কহেড আটক করা হয় এবং অবৈধ জালে মাছ ধরার জন্য নয়টি নৌকা ও চারটি ট্রলার জব্দ করা হয়।
এছাড়া ঢাকা অঞ্চলের কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি কতৃর্ক নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় তিনটি ড্রেজার জব্দ করা হয় এবং এসময় সাত জনকে আটক করে তাদের বিরুদ্ধে থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়।
এই অভিযানে ৫৮ জন আসামী গ্রেফতার করা হয় এবং পনেরোটি মামলা দায়ের করা হয়।
গতকাল নৌ পুলিশ নদীতে মৃতদেহ প্রাপ্তি সম্পর্কে কোনো সংবাদ পায়নি।
উল্লেখ্য,জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে,মাছ এতিমখানায় বিতরন এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।
ডিআই/এসকে