
আবার ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের স্টোর রুমে অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, আজ বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮.৪০ মিনিটের দিকে হাসপাতালের নতুন ভবনের পাশ্বের দ্বিতীয় তলা বিল্ডিং এর স্টোর রুমে আগুন লাগে ।
এই ঘটনায় স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায় কিছু দিন পর পর কোন না কোন ঘটনা হাসপাতালে ঘটে থাকে এর আগে ও হাসপাতালে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন কিছু দিন যেতে না যেতেই এমন সব দূর্ঘটনার কারণ কি হাসপাতালে।আর বেশির ভাগ সময় দূর্ঘটনায় অফিসের দরকারী ও প্রয়োজনীও কাগজপত্র পুড়ে যায়, ঠিক এবারও অগ্নিকাণ্ডে ৫/৬ টি কম্পিউটার, প্রয়োজনীয় কাগজপত্র,কেমিক্যাল, কাঠের আলমারি, এসি, ফ্যান পুড়ে যায়। এর আসল রহস্য কি।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারসহ হাসপাতাল কর্তৃপক্ষের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তবে অগ্নিকাণ্ডের কারণ এবং এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।পরবর্তীতে তা জানানো হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।