
বরগুনার বেতাগীতে জমি দখল নিতে একটি বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ মে) সকাল এগারটায় উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
কেতাব আলী উপজেলার হোসনাবাদের বাসন্ডা গ্রামের ও প্রতিপক্ষ মো: লালমিয়া, মো: কালাম, মো: পনু ও আ: সালাম একই ইউনিয়নের ভোলানাথপুর এলাকার বাসিন্দা।মো: লালমিয়া, মো: কালাম, মো: পনু ও আ: সালাম দীর্ঘদিন ধরে এলেম উদ্দীনের ছেলে মৃত কেতাব আলীর জমি জোর করে দখলের চেষ্টা করে আসছে। বুধবার সকাল ১১ টায় প্রতিপক্ষের লোকজন বাগানের গাছ কাটতে থাকে। এতে নিষেধ করতে গেলে তারা দাও, ছ্যানা নিয়ে তাদের ভয় দেখায়। প্রাণে বাঁচতে তারা বাড়ির ভেতর চলে গেলে ঐ লোকজন লেবু, পেপে,বড়ই ও কলাগাছ সহ বিভিন্ন প্রজাতির গাছাপালা কেটে ফেলে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু এর আগেই তারা লোকজন কেটে ফেলা ফলজ গাছের বড় একটি অংশ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।কেতাব আলী অভিযোগ করেন,লালমিয়া আ: সালাম ও মো: কালাম লোকজন নিয়ে এসে আমাদের জমির গাছ কেটে ফেলেছে। নিষেধ করলে বাড়ী-ঘরে হামলা চালানো এবং ঘটনার পর থেকে তিনি আমাদেরকে বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছে। আমি পরিবার নিয়ে আতঙ্কে রয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে জানতে চাইলে মো: লালমিয়া ও অন্যাদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। বেতাগী থানা পুলিশ জানায়, জানার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে সরজমিনে পরিদর্শন করেন এবং উভয় পক্ষকে জমির অনুক’লে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় ডাকা হবে।