
রাজশাহীর বাগমারায় ৩ রা নভেম্বর জেল হত্যা দিবস পালন এবং শহিদ এ. এইচ. এম কামারুজ্জামান স্মৃতি সংঘের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল পাঁচ ঘটিকায় গোয়ালকান্দি ইউনিয়নের তালতলী বাজারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংঘের সভাপতি আবেদ আলী মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং রাজশাহী-৪ বাগমারা আসনের এম. পি এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার।
গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রাজু মোল্লার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল খরাদি, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল প্রমুখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন মজনু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন খাতুন, সালেহা ইমারত ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান মোল্লা, কামারুজ্জামান স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক কাজমুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, গোয়ালকান্দি ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মনোয়ার বেগম, সাধারণ সম্পাদক আজতারা বিবি প্রমুখ।
উল্লেখ্য ১৯৭৫ সালে ৩ রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।