ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

নোয়াখালীতে নারী ইউপি সদস্যকে শ্লীলতাহানী,ধর্ষণের হুমকি

নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য শেফালী বেগমকে অতর্কিত হামলা করে শারীরিক লাঞ্চিত এবং শ্লীলতাহানী ঘটিয়ে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে ওই ইউনিয়ন পরিষদের ৪ ইউপি সদস্যের বিরুদ্ধে।
জনপ্রতিনিধিদের হাতে একজন নারী ইউপি সদস্য লাঞ্চিতের ঘটনায় ওই ইউনিয়নে চরম উত্তেজনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার ওই নারী সদস্য সুধারাম মডেল থানা ও সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
কালাদরাপ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য শেফালী বেগম বলেন, দীর্ঘ কয়েক মাস যাবৎ কালাদরাপ ইউনিয়ন পরিষদের সদস্য মো. গোলাম কুদ্দুস মিন্টু, আবুল কালাম আজাদ, আহসান উল্যা ও মো. নাছির’সহ আরো দুইজন ইউপি সদস্য আমাদের ইউনিয়নের ইউপি সদস্য হওয়া শর্তেও ইউনিয়নের ভিতর বিভিন্ন রকমের বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছে। তারা আমাকে ভুল বুঝাইয়া তাদের দলভুক্ত করে এবং ইউপি কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার অসৎ উদ্দেশ্যে প্রণোদিত হয়ে ইউপি চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিমের বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট তথ্য উপস্থাপন করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থা দেয়। একপর্যায়ে আমি দলীয়করণ ও বিশৃঙ্খলার বিষয়টি বুঝতে পেরে তাদের অন্যায়ের প্রতিবাদ করি।
গত ১ নভেম্বর আমাদের ইউপি কার্যালয়ে ইউপি চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিমের উপস্থিতিতে মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিযুক্ত ইউপি সদস্যদের অনিয়ম বিশৃঙ্খলাসহ বিভিন্ন বেআইনী কার্যকলাপের বিষয়ে আলোচনা হয়। আলোচনায় আমি নিরপেক্ষ কথা অভিযুক্ত ইউপি সদস্যদের স্বার্থে ব্যাঘাত সৃষ্টি হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমি বাড়ি ফেরার পথে অভিযুক্ত ইউপি সদস্যরা সহ অজ্ঞাতনামা উৎশৃঙ্খল লোকজন পূর্ব পরিকল্পিতভাবে আমার পথরোধ করে অতর্কিত আক্রমণ করে। এসময় তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে শারীরিকভাবে আঘাত করে এবং আমাকে মারাত্মকভাবে লাঞ্চিত এবং শ্লীলতাহানী ঘটায়। পরে আমার স্বামী আবদুল মন্নান আমাকে রক্ষার চেষ্টা করলে তারা তাকেও মারধর করে আমাকে উঠিয়ে নিয়ে ধর্ষণের পর প্রাণ নাশের হুমকি দেয়।
অভিযোগের সত্যতা জানতে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি’র মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
নারী ইউপি সদস্যের লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখিনুর জাহান নীলা বলেন, অভিযোগটি তদন্ত করে সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন ওই নারী ইউপি সদস্য। তাঁর নিরাপত্তা নিশ্চিতসহ তাকে মারধর ও শ্লীলতাহানীর বিচার দাবি করেন তিনি।

শেয়ার করুনঃ