
রাজধানীর মিরপুর মডেল ও শেরেবাংলা নগর এলাকায় বিআরটিসি লাইসেন্স ও সরকারি অনুমোদন ছাড়া জিপিএস ট্র্যাকার,ট্রেসলক জিপিএস ট্র্যাকার,মোটোলক রিমোর্ট ও ফ্রিকোয়েন্সী যন্ত্র সামগ্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
তারা হলেন-মো.মাকসুদুল (৩৭),মো.রহিম উদ্দিন (২৩) ও মো. রহিম উদ্দিন (২৭)। এ সময় তাদের কাছ থেকে ৬৫টি জিপিএস ট্র্যাকার, ১৪০টি ট্রেসলক ট্র্যাকার,১৯টি রিলে,৫টি মোটোলক রিমোর্ট ও ১৪টি সিম উদ্ধার করা হয়।
বুধবার (১৫ মে) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এম.জে.সোহেল এ তথ্য জানান।
তিনি বলেন,বিটিআরসি ও র্যাব-১০ লালবাগ ক্যাম্পের সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল রাজধানীর মিরপুর মডেল ও শেরেবাংলা নগর এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে বিআরটিসি লাইসেন্স ও সরকারি অনুমোদন ছাড়াই জিপিএস ট্র্যাকার, ট্রেসলক জিপিএস ট্র্যাকার,মোটোলক রিমোর্ট ও ফ্রিকোয়েন্সী যন্ত্র সামগ্রীসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
এএসপি এম.জে.সোহেল এ আরও জানান,গ্রেফতাররা দীর্ঘদিন ধরে কোনো প্রকার সরকারি অনুমোদন বা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) লাইসেন্স ও প্রয়োজনীয় কারিগরী গ্রহণযোগ্যতা সনদ/অনাপত্তি সনদ ছাড়া টাকার বিনিময়ে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের কাছে অবৈধভাবে ভেহিকল ট্রাকিং সার্ভিস (ভিটিএস) সেবা প্রদান করে আসছিল।
তারা এ পর্যন্ত সরকারের প্রায় ১১ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
ডিআই/এসকে