
শেরপুরে সুধীজনদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪মে মঙ্গলবার বিকেল সাড়ে ৪ঘটিকায় সদর থানা পুলিশের উদ্যেগে, থানা চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, শেরপুর সদর থানার,
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার
মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা প্রথমে,পুলিশ সুপার থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি,পুলিশি সেবার মান ও এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উম্মুক্ত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে,
তিনি বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালান সহ সমাজিক অপরাধ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে
প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। উক্ত সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যগণ, সুধীজন, শিক্ষক মন্ডলী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমাম, পুলিশের সদস্যসহ,
প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।