
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সকল এম পি ও ভূক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা প্রধানদের নিয়ে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ক উদ্ভুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত সোমবার(১৩ মে) বিকাল ৫টায় উপজেলা প্রশাসন সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান মনিরুজ্জামান খান, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিম, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন সহ উপজেলার মাধ্যমিক স্তরের সকল প্রধানগণ।কর্মশালায় শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিম বিষয়ক আলোচনা এবং যৌক্তিকতা নিয়ে বিশেষভাবে আলোচনা হয়।