
ময়মনসিংহের নান্দাইলে সকল ধরনের সহিংসতা বন্ধ, ইভটিজিং বাল্যবিবাহ ও জুয়া-মাদকমুুক্ত সমাজ গড়তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নান্দাইল উপজেলার ৭নং মুশুল্লী
ইউনিয়নের তারঘাট আনছারীয়া আলিম মাদ্রাসায় নান্দাইল উপজেলা যুব উন্নয়ন ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল রহিমের সভাপতিত্বে ও নান্দাইল যুব উন্নয়ন ফোরামের
আহব্বায়ক সাংবাদিক শাহজাহান ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, সাংবাদিক মাহবুবুল আলম খান প্রমুখ। এসময় অত্র মাদ্রাসা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় উপস্থিত সকলইে
সামাজিক অপরাধ কর্মকান্ড সহিংসতা বন্ধ, ইভটিজিং বাল্যবিবাহ ও জুয়া-মাদকের বিরুদ্ধে নিজ নিজ পরিবার থেকে শুরু করে আশপাশের মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির আহবান জানানো হয়। বিশেষ করে যুবকদেরকে নির্বাচনী সহিংসতায় না জড়ানোর জন্য এই ম্যাসেজ সকলকে পৌছে দিতে অনুরোধ করা হয়।