
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নে গ্রামীণ মনোরম পরিবেশে স্থাপিত সুরাশ্রম দারুস সালাম দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার উক্ত মাদ্রাসা মাঠ ময়দানে সদ্য নির্বাচিত মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যগণকে বরণ ও শিক্ষার্থীদের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুরাশ্রম দারুস সালাম দাখিল মাদ্রাসার নব-নির্বাচিত সভাপতি, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আশরাফুজ্জামান খোকন, মাদ্রাসার সুপার আব্দুস ছালাম,ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন চঞ্চল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও মাদ্রার বিদ্যুৎসাহী সদস্য ছাদেক হোসেন ভূঁইয়া প্রমুখ। এসময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অভিভাবক সমাবেশে মাদ্রাসার সভাপতি আমিনুল ইসলাম
আমিন বলেন, অত্র মাদ্রাসায় একটি নতুন পাকা ভবন নির্মাণ করে দেওয়ায় নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন সহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সকল ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণকে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের পক্ষে থাকার আহবান জানান।