
জানা গেছে, দুমকী উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাওসার আমিন হাওলাদার ওরুপে মাল্টা কাওসার (কাপ-পিরিচ) অসুস্থ জনিত কারনে নিজ বাসগৃহে রেস্টে আছেন। সুত্রে আরও জানা গেছে, তিনি সোমবার মোটর সাইকেলে গন সংযোগ করায় চোখে বাতাস লাগায় প্রাথমিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন। অন্যদিকে আরেক টি সুত্রে জানা গেছে, এ প্রার্থী অন্যমনস্ক হয়ে পড়ায় একটি রুমে তিনি দীর্ঘক্ষন একা থাকেন।পরে এ বিষয়টি লোকজনের দৃষ্টি গোচর হলে তারা মানুষিক সার্পোট দিয়ে তাকে বিশ্রাম নেওয়ার পরার্মশ দেন বলে জানা যায়। এ রিপোর্ট লেখা এপর্যন্ত জানা গেছে, মঙ্গল বার সকাল থেকে অদ্য বদি কাওসার আমিন হাওলাদার এর সাথে কোনও শ্রেণী পেশার মানুষজনই যোগাযোগ এমনকি শশরীরের দেখা করতে পারছে না।তাছাড়া তাকে মুঠোফোনে ও পাওয়া যাচ্ছে না এবং তিনি কারোও ফোন কলও এপর্যন্ত রিসিভ করছেন না।