
কিশোর গ্যাং‘আলামিন গ্রুপ’এর গ্রুপ লিডার মো. আলামিন শেখ (২৯) সহ ৮ সদস্য’কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-৪)। রাজধানীর রুপনগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৪ মে) বিকালে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-৪) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ( মিডিয়া) জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো,জিয়াউর রহমান চৌধুরী বলেন, মো.আলামিন শেখ (২৯),মো.মাসুদ রানা (২২),মো. সিয়াম হোসেন ওরফে আকাশ (২৩), নুর নওশাদ (২১),মো.রবিন (২২),মো.রিয়াদ শেখ (১৯),মো. লাভলু (২০) এবং মো. সিজান (২০)।
জিয়াউর রহমান চৌধুরী বলেন,র্যাব-৪ খুন,ডাকাতি, দস্যুতা,ধর্ষণ,অপহরণ,চাঁদাবাজি,অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উদঘাটনের কাজ করছে। এর পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার,মাদক ব্যবসায়ীদের গ্রেফতার সহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
বর্তমানে রাজধানীতে বহুল আলোচিত বিপদগামী কিশোর গ্যাং বিভিন্ন ধরনের সন্ত্রাসী,চাঁদাবাজী,ছিনতাই,নারীদের ইভটিজিংসহ মাদক সেবন ও ব্যবসায় ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে। এ ধরনের বিপথগামী কিশোর অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট।
তিনি বলেন,এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (১৩ মে) রাতে রাজধানীর রুপনগর থানাধীন এলাকা হতে ‘আলামিন গ্রুপ’এর লিডার মো.আলামিন শেখ (২৯) সহ ৮ জন সদস্য’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের বরাত দিয়ে তিনি বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়,রাজধানীর রুপনগর এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে যার মধ্যে কিশোর গ্যাং আলামিন গ্রুপ এর লিডারসহ ২০ থেকে ৩০ জনের সক্রিয় সদস্য রয়েছে। এই গ্যাংয়ের সদস্যরা রুপনগরের আশেপাশের এলাকায় চাঁদাবাজি,ছিনতাই,মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত।
চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাং এর সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং ‘আলামিন গ্রুপ’এর লিডার মো.আলামিন শেখ তাদের সহযোগীদের নিয়ে এলাকায় চুরি,ছিনতাই এবং চাঁদাবাজি করে আসছিলো। তার বিরূদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক ও মারামারিসহ ৫টি মামলাও রয়েছে।
গ্রেফতারকৃত কিশোর অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। সেই সঙ্গে কিশোর গ্যাং এর বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
ডিআই/এসকে