
পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আসছে ২১মে।এ নির্বাচনে চার চেয়ারম্যান ও দুই পুরুষ এবং দুই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোটের মাঠে লড়াই করছেন।
এতে ভোটার বৃন্দরাও বসে নেই তাঁরা অঙ্ক কষছেন কাকে দিবেন ভোট। ফলে প্রার্থীদের নিয়ে বাউফলের সর্বত্র চায়ের কাপে ঝড় উঠেছে।উক্ত উপজেলায় বর্তমান চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার (ঘোড়া) খম মশিউর রহমান লাবলু(কাপ-পিরিচ), বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ মোসারেফ হোসেন খান( আনারস) ও সজল কুমার হালদার( দোয়াত-কলম) নিয়ে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
জানা গেছে,স্হানীয় রাজনীতিকে কেন্দ্র করে স্হানীয় সংসদ ঘেসা ও বাউফল পৌরসভার মেয়র পন্হি এসকল প্রার্থীরা কথিত প্যানেল দিয়েছেন বলে জানা যায়।ফলে এ উপজেলায় ঘোড়া ও আনারসের প্রার্থীইকে নিয়ে মূলত আলোচনা হচ্ছে বেশী।
এদিকে একই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন মোঃ আনিছুর রহমান (উড়োজাহাজ) ও মোঃ মাহমুদ রাহাত (তালা)এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে অংশ গ্রহণ করেছেন ঝরনা বেগম(প্রজাতি) ও মোসাঃমরিয়ম বেগম(হাস)। দেখা যাক ২১ মে বিকালে কার গলায় পড়ে জয়ের মালা। বাউফল উপজেলা নির্বাচনে এবার ২৯৭৬০৭ জন ভোটার বৃন্দ তাদের ভোট প্রয়ােগ করতে পারবেন।