
চলতি মাসের ২১ তারিখ পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হইবে।উক্ত নির্বাচনে তিন নবীন প্রার্থীর সাথে ভোটের মাঠে লড়াই করছেন এক প্রবীণ ভাইস চেয়ারম্যান প্রার্থী।আর এ প্রবীন প্রার্থী হলেন মোঃ নিজাম উদ্দিন তালুকদার (চশমা)।
তার সাথের প্রতিদ্বন্দ্বীতাকারীরা হলেন ফরিদ আহসান কচিন(উড়োজাহাজ), মোঃ রেজাউল কবির মোল্লা (তালা)ও মোঃ রিফাত হাসান(টিউবওয়েল)।মোঃ নিজাম উদ্দিন তালুকদার এর সংকিপ্ত পরিচয় নিম্নে তুলে ধরা হলঃ-চেয়ারম্যান , জয় বাংলা মুক্তিযোদ্ধা পরিষদ। সভাপতি, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ,পটুয়াখালী জেলা শাখা। সাবেক নির্বাচিত ডেপুটি কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,
পটুয়াখালী জেলা ইউনিট কমান্ড। সভাপতি, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ, পটুয়াখালী জেলা শাখা।কার্যকরী সদস্য, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ ( কেন্দ্রীয় কমিটি)। সাবেক কার্যকরী সদস্য, বাংলাদেশ -ভারত-পাকিস্তান ফোরাম।যুগ্ম সচিব,ঘাতক দালাল নির্মূল কমিটি,পটুয়াখালী জেলা ও কার্যকরী সদস্য, ঢাকাস্থ গলাচিপা উপজেলা কল্যাণ সমিতি।
মোঃ নিজাম উদ্দিন তালুকদার একান্ত আলাপে এ প্রতিবেদক কে বলেছেন, মহান আল্লাহ যদি সহায় হন এবং মানুষ যদি এবার তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে সে মানব সেবায় অবদান রাখতে চান। তাঁর বিশ্বাস ২১মের গলাচিপা উপজেলা নির্বাচনে মানুষজন তাঁর চশমা মার্কায় ভোট দিয়ে তাকে এবার নির্বাচিত করবেন।