বরগুনার বেতাগীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বরগুনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান দোয়াত কলম মার্কার নাহিদ মাহামুদ হোসেন লিটু ও তার গাড়ীর ড্রাইভার মো: সজীব (৩৫) কে গুলিভর্তি অবৈধ রিভালভারসহ আটক করা হয়েছে। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য বেতাগী থানায় নিয়ে আসা হয়েছে বলে বেতাগী থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেইলিব্রীজ এলাকায় পুলিশ চেক পোষ্ট বসায়। এ সময় গাড়ীতে করে দোয়াত কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহামুদ হোসেন লিটু তার গাড়ীর ড্রাইভার সহ বেতাগী হয়ে উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠীর ডিসিরহাট বাজারে উঠান বৈঠকের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় সন্দেহ হলে গাড়ী তল্লীশীকালে গুলিভর্তি অবৈধ রিভালভার সময় তাদের আটক করে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর রহমান জানান, চেক পোষ্টকালে গুলিভর্তি অবৈধ রিভালভারসহ দুইজন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।