
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে সোমবার বিকেলে নালিতাবাড়ী সরকারি নাজমুল স্মৃতি কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন, পিপিএম-সেবা।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল-এর সভাপতিত্বে উক্ত সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার মুক্তাদিরুল আহমেদ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আনোয়ারুল হক। এসময়, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল আলম ভূঁইয়াসহ ভোটগ্রহণকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় নির্বাচনী আচরণ বিধি, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করা সহ প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথভাবে দ্বায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করে করণীয় বর্জনীয় সংক্রান্তে প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য প্রদান করা হয়।