
আসছে ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দশমিনা উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনের প্রার্থীদের মাঝে ইতিমধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। উক্ত প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েই প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এ প্রচারণার মধ্যেই তারা ভোটাদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এমন কি প্রার্থীরা উঠান বৈঠক কিংবা পথসভা করেই খ্যান্ত দিচ্ছেন না। ভোটাদের মনজয়ে ছুটছেন তাঁরা তাদের বাড়ি বাড়ি।অন্যদিকে নিয়ম নীতির মধ্যে থেকেই চলছে প্রার্থীদের প্রচারণার গাড়ী। এবার দশমিনা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জন চেয়ারম্যান প্রার্থী ভোট যুদ্ধে অংশ গ্রহণ করেছেন। উক্ত চেয়ারম্যান প্রার্থীরা হলেন আবু বকর সিদ্দিক(কাপপিরিচ),মাকসুদুর রহমান (হেলিকপ্টার), মোঃ আবু সালেহ্ শিকদার(চিংড়িমাছ), মোঃ আবদুল আজিজ (দোয়াত-কলম),মোঃ ইকবাল হোসেন (টেলিফোন), মোঃ এনায়েতুল ইসলাম (আনারস), মোঃ বশির উদ্দিন (মোটর সাইকেল) ও মোঃ শাখাওয়াত হোসেন (ঘোড়া)। সরোজমিনে ঘুরে জানা গেছে, উক্ত প্রার্থীদের মধ্যে মোঃ ইকবাল হোসেন, আবদুল আজিজ, মোঃ শাখাওয়াত হোসেন, আবু বকর সিদ্দিক ও মোঃ বশির উদ্দিন কে নিয়ে মূল আলোচনা চলছে দশমিনা উপজেলা জুড়ে। ফলে ভোটারগন কাকে রেখে কাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এনিয়ে মহা ভাবনায় পড়েছেন তাঁরা। আলোচনায় থাকা এ ৫জন চেয়ারম্যান প্রার্থীর সংকিপ্ত পরিচয় হল,আবদুল আজিজ হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান। মোঃ শাখাওয়াত হোসেন হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান। মোঃ ইকবাল হোসেন গত নির্বাচনে ২য় হয়েছেন। আবু বকর সিদ্দিক আরো দুইবার নির্বাচন করেছেন। আর এ নির্বাচনে তিনি সামান্য ভোটের ব্যবধানে হেরেছেন বলে জানা গেছে। মোঃ বশির উদ্দিন এবার প্রথম নির্বাচনে এসে নানা কারণে আলোচনায় এসেছেন বলে জানা গেছে।
শেষমেশ দেখা যাক আসছে ২১ মে বিকালে কে হাসেন বিজয়ের হাসি।অন্যদিকে দশমিনা উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোঃ তমিজ উদ্দিন (চশমা),মোঃ নাসির উদ্দিন (টিউবওয়েল) ও মোঃ মোফাজ্জেল হক (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরা হলেন, মনিরা বেগম(কলস) ও সামচুন্নাহার খান ডলি(ফুটবল)।দশমিনা উপজেলায় উক্ত ভোটের দিন ১১৬০৪৪ জন ভোটার বৃন্দ তাদের ভোট প্রয়োগ করতে পারবেন।