
রাজধানীর লালবাগ এলাকা থেকে বাইসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ।
রবিবার (১২ মে ) লালবাগ ও বংশাল এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,মো.মিজান ওরফে লাউ,মো. সোহেল ও তানভীর হোসেন রাব্বি।
সোমবার ( ১৩ মে ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো.ইমরান হোসেন মোল্লা।
তিনি জানান,লালবাগ থানার আব্দুল আজিজ লেনের একটি বাড়ির সামনে কয়েকজন লোক চোরাই বাইসাইকেল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মিজানকে চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার করা হয়। পরে মিজানের দেওয়া তথ্যের ভিত্তিতে বংশালের নাজিরা বাজার এলাকা হতে সোহেল ও তানভীর হোসেনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন,গ্রেফতারকৃতরা পেশাদার চোরাই বাইসাইকেল কেনা-বেচা চক্রের সক্রিয় সদস্য। তারা ঢাকা শহরের বিভিন্ন স্থান হতে চোরাই বাইসাইকেল সংগ্রহ করে সহজ-সরল লোকদের নিকট বিক্রি করতো। গ্রেফতারকৃদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। লালবাগ থানার মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ডিআই/এসকে