
কুড়িগ্রামে ৯৫০ পিস Buprenorphine Injection সহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ মে ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো.রুহুল আমীন।
তিনি বলেন,কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর থানা পুলিশের একটি চৌকস টিম গত রবিবার ( ১২ মে ) সন্ধ্যায় চর রাজিবপুর থানাধীন সুইচ গেইটের পাশ্ববর্তী জায়গায় থেকে ৩ জন মাদক কারবারি জামালপুর জেলার ইসলামপুর থানাধীন মৌজাআটা গ্রামের মো.বাবু মিয়া (৩৯),দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন মংলাপাড়া গ্রামের মোছাঃ পারুল বেগম (৪৫) এবং লালমনিরহাট সদর থানাধীন মোস্তবি গুকুন্ডা আদর্শপাড়ার মোছা.নুর নাহার ওরফে নূর জাহান (৪০)’দেরকে মাদক হিসেবে ব্যবহৃত ৯৫০ পিস Buprenorphine Injection সহ হাতেনাতে গ্রেফতার করে।
তিনি আরো বলেন,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুড়িগ্রামের চর রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে,আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
ডিআই/এসকে