ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচনী গুঞ্জন: কারা আসছে নতুন নেতৃত্বে!

নানা হিসেব সমীকরণের ব্যস্ত ভোটাররা

নুরুল আলম:: খাগড়াছড়িতে গুঞ্জন চলছে “খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেড” নির্বাচনের প্রার্থীদের নিয়ে। বৃহত্ত ব্যবসায়ীক এ প্রতিষ্ঠানে প্রতিদ্বন্দ্বীতায় কারা আসছে নেতৃত্বে তা নিয়ে আনাগোনা চলছে খাগড়াছড়ির বিভিন্ন মহলে। প্রার্থীদের মধ্যে গ্রহণ যোগ্যতা ও নানা সমীকরণের চিত্রে হিসেব কষতে শুরু দিয়েছে ভোটার ও সাধারন মানুষ।

আলোচনার কেন্দুবিন্দুতে থাকা এই ব্যবসায়ীক প্রতিষ্ঠানে প্রতিবারের মতো এবারে সভাপতি পদে ১ জন,সহ-সভাপতি পদে ১ জন,সাধারন সম্পাদক ১ জন,সহ-সাধারন সম্পাদক ১জন,দপ্তর সম্পাদক ১জন,কোষাধ্যক্ষ ১জন ও ৩ কার্য-নির্বাহী সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতার মাঠে বৈধ প্রার্থীর সংখ্যা ২১ জন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রাথমিক খসড়া তালিকা অনুযায়ী ২১ প্রার্থীর বিপরীতে ত্রিবার্ষিক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে ১৬৫ জন ভোটার। ফলে ভোটে নির্বাচিতরা নেতৃত্ব দিবে “খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেড” এর। কে আসছে নেতৃত্ব দিতে আর কেই বা হচ্ছে খাগড়াছড়ির শীর্ষ এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃত্বের কর্ণধার তা দেখা এখন ভোটের দিনের পালা।

ভোটারদের সুচিন্তিত মতামত ও ভোটেই নিশ্চিত হবে নেতা। এমনটাই দাবী সাধারন মানুষের। তবে কাঠ ব্যবসায়ীদের দাবী,চলতি দায়িত্বে থাকা নেতারা এ প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করে গেছেন। তাদের সময়ে এ সংগঠন সবচেয়ে এগিয়েছে বলেও মত অনেক ব্যবসায়ীর।

সংগঠনটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৩ এর ভোটের লড়াইয়ে সভাপতি পদে-হাজ¦ী মো: কাশেম,কামাল হোসেন ও কাজী মিজানুর রহমান,সহ-সভাপতি- পদে দীন মোহাম্মদ,মিলন ফরাজী,সাধারন সম্পাদক পদে-মনির হোসেন,মজিবুর রহমান ও জাহাঙ্গীর আলম,সহ-সাধারন সম্পাদক পদে-জসিম উদ্দিন ও বখতিয়ার উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক পদে-নজরুল ইসলাম ও নূর নবী,কোষাধ্যক্ষ পদে-আবুল কালাম ভূইয়া,মো: মোস্তফা এবং কার্য নির্বাহী সদস্য পদে- আবদুর রহমান,আবদুল জব্বার, উত্তম দে রনি,হাজী খোরশেদ আলম,জামাল উদ্দিন,পংকজ বড়ুয়া এবং রফিক উদ্দিন ছিদ্দিকী প্রতিদ্বন্দ্বীতা করতে যাচ্ছে।

“খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেড” এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি’র দায়িত্ব পালন করবে খাগড়াছড়ি সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জহির উদ্দিন,এছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে হিল্টন ত্রিপুরা ও থৈইউপ্রু মগ দায়িত্ব পালন করবে এ নির্বাচনে।

উল্লেখ যে, এ নির্বাচনে চলতি বছরের ১৭,১৮ ও ১৯ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ,জমা ২২ অক্টোবর, বাছাই ২৩ অক্টোবর, ৭ নভেম্বর প্রত্যাহার, ৮ নভেম্বর প্রতীক বরাদ্দ এবং ১৮ নভেম্বর ভোট গ্রহণের নির্ধারন করা আছে বলে সংগঠনটির অফিস সূত্র জানায়।

 

শেয়ার করুনঃ