
“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা “এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর তানোরে যথাযথ মর্যাদায় বিশ্ব”মা”দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রোববার (১২মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব মা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,তানোর উপজেলা অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোঃ সামছুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম ফজলুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বারনাবাস হাসদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মোঃ কাওছার আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন মিয়া।
তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, মৎস্য অফিসার বাবুল হোসেন প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের সকল সরকারি বেসরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারী,নারী উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, মায়ের সম্মান ও শ্রদ্ধা জানানো বিশেষ দিন আজ।
যদিও মায়ের শ্রদ্ধা ও সম্মান জানাতে কোন দিন ক্ষণ প্রয়োজন হয় না।মা সন্তানের উত্তম আশ্রয়স্থল এবং মায়ের স্নেহ-মায়া-মমতা ও ভালবাসা নিঃস্বার্থ।মা মা-ই,মায়ের তুলনা হয় না। এই দিনে আমাদের মনে করিয়ে দেয়,সন্তান হিসেবে আমাদের মায়ের প্রতি দায়িত্ব ও সম্মানের কথা। তাই আমরা সবাই মায়ের প্রতি ভালোবাসার ও সম্মান দেখানোর উচিত।