
কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশেষ সেবা কার্যক্রম (১২-১৪ মে) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ মে) সকালে উপজেলা হিসাবরক্ষণ অফিসারের কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হিসাবরক্ষণ অফিসার মোঃ শাহানুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার প্রণয় বিশান দাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আলতাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী, উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ ও সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ।