
স্টাফ রিপোর্টার : মালিহা মেহনাজ এসএসসি’তে সকল বিষয়ে এ(প্লাস) পেয়ে জিপিএ ৫.০০ পাওয়ার সৌভাগ্য অর্জন করেছে। সে এবার যশোর শিক্ষা বোর্ডের অধীন মনিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।ভালো ফলাফলের জন্য মালিহা ও তার পরিবার সকলের নিকট কৃতজ্ঞ। মালিহা ভবিষ্যতে ভালো কিছু করার জন্য সকলের নিকট দোয়া ও আর্শীবাদ প্রার্থনা করেছে। মালিহা মেহনাজ দৈনিক কালের কন্ঠের সাংবাদিক, মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার ও বিজয়রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুন্নাহার-এর জ্যৈষ্ঠ কন্যা।