
সিরাজগঞ্জের সলঙ্গায় শনিবার (১১ মে) অনলাইন ভিত্তিক দ্বীনই শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অভ দ্যা হলি কুরআন এর পরিচালক মোঃ আব্দুর রহমান সাইফের সহায়তায় ও সামাজিক সংগঠন প্রিয় সলঙ্গার গল্প গ্রুপের আয়োজনে এ ক্যাপ বিতরণ করা হয়। সলঙ্গা সদরের সলঙ্গা কলেজ মসজিদ রিকশা স্ট্যান্ড,বওলাতলা, শীরামের পাড়া ও বাসুদেবকোল মাঠে চিফ এডমিন মোঃ শাহ আলম মাস্টারের নেতৃত্বে প্রিয় সলঙ্গার গল্প গ্রুপের সদস্যরা শ্রমিকদের মধ্যে সারাদিন ব্যাপী এ ক্যাপ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জিআর কলেজের অধ্যক্ষ জনাব মোঃ জামাল উদ্দিনপ্রিয় সলঙ্গার গল্প গ্রুপের উপদেষ্টা সহকারী অধ্যাপক জনাব মোঃ আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক জনাব মোঃ বেলাল হোসেন, এডমিন মোঃ হারুনর রশিদ, এডমিন মোঃ শাহিদুল ইসলাম প্রমুখ। শ্রমিকরা ক্যাপ পেয়ে আনন্দিত হন ও দোয়া করেন।