
কুড়িগ্রাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামীতে নান্দনিক কুড়িগ্রাম গড়াসহ বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
রবিবার ( ১২ মে ) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় গত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ ১ম ধাপে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানান সম্মানিত সদস্যরা।
আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাময়িক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। আইন-শৃঙখলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ,চুরি-ছিনতাই রোধ,মাদক চোরাচালান রোধ, ফুটপাত দখল,শহরের যানজট, শহরের পরিছন্নতা সহ সদাশয় সরকারের ইতিবাচক কার্যক্রম আলোচনার পাশাপাশি কুড়িগ্রামে চলমান উন্নয়নসহ আগামীর অপার সম্ভবনার নানা উন্নয়নমুখী পুলিশিং ও প্রকল্প নিয়েও উক্ত সভায় সম্মানিত সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।
সকলই সম্মিলিত সহযোগিতায় অপার সম্ভাবনার কুড়িগ্রামকে আরো অনেকদূর এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল-আসাদ মো. মাহফুজুল ইসলাম,সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মো.নাসির উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্ত্তী,প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসার,সাংবাদিক বিভিন্ন সেবাদান কারী প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ডিআই/এসকে