প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৩:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৪, ৭:৫৭ পূর্বাহ্ণ
ডুমুরিয়ায় ২জনের মৃত্যু

সাব্বির হাসান স্টাফ রিপোর্টারঃ বাইসাইকেল থেকে পড়ে গিয়ে এবং বজ্রপাতে ২জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার দক্ষিণ চুকনগর গ্রামের হেকমত আলী গাজীর ছেলে ইলেকট্রিক মিস্ত্রি মোঃ রবিউল ইসলাম গাজী (৩৫) গতকাল শনিবার সকাল ১১টার বাড়ি থেকে বাইসাইকেল যোগে চুকনগর বাজারে যাচ্ছিলেন। এসময় প্রচন্ড বেগে বাতাস বয়ে যাবার ফলে রবিউল একটি মৎস্য ঘেরের কাছে পৌছুলে বাইসাইকেল নিয়ন্ত্রণ করতে না পেরে থেকে ছিটকে পড়েন। এঘটনায় তার মাথায় প্রচন্ড আঘাত লাগে, তার নাক ও মুখ দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হতে থাকে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ডুমুরিয়া থানার ওসি সুকান্ত কুমার সাহা সাইকেল থেকে পড়ে রবিউল গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে উপজেলার মাগুরাঘোনা গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে সোহান গাজী (২৮) শনিবার সকালে বাড়ি থেকে ক্ষেতে কাজ করতে যাবার সময় পথিমধ্যে বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.