
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে শ্রী শ্রী রাম ঠাকুর সেবাশ্রমের দুই দিনব্যাপ ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান ও মহতী ধর্মসভা এবং চতুষ্প্রহরব্যাপি তারাকব্রহ্ম মহানামযজ্ঞ মহোৎসব সম্পূর্ণ হয়েছে।
গত ৯ মে বৃহস্পতিবার বিকালে আয়োজিত গীতা পাঠ প্রতিযোগিতা সঙ্গীতানুষ্ঠান,মহতী ধর্মসভা।
১০মে ভোর সকাল থেকে শ্রী শ্রী নামামৃত অভিসিঞ্চনে শ্রী শ্রী প্রভু দয়াল ঠাকুর সম্প্রদায়(কুমিল্লা),শ্রী শ্রী গোপাল ভক্ত সম্প্রদায়(গোপালগঞ্জ),শ্রী শ্রী গোবিন্দ সম্প্রদায়(চট্টগ্রাম)কীর্তনীয়া দলের হরিনাম সংকীর্তন এর মধ্য দিয়ে,দুইদিন ব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৯ই মে ধর্মসভায় সভাপতিত্ব করেন আশ্রম পরিচালনা কমিটির সভাপতি ও ভুমিদাতা আপন দুলাল দাশ। অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও শুভ উদ্বোধক ছিলেন শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ, প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার, বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া,রাইখালী লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুবর্ণ ভট্টাচার্য, ইউপি সদস্য শিমুল দাশ,সাংবাদিক মিন্টু কান্তি নাথ,বিমল দেব,পংকজ ভূষণ চৌধুরী, অমর নাথ চৌধুরী টিকলু,বিশ্বনাথ চৌধুরী,শ্যামল বিশ্বাস, লিটন দত্ত,দোলন কান্তি দাস সহ উৎসব পরিচালনা কমিটি ও আশ্রম পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুক্রবার দিনব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আনন্দ বাজারে অন্নপ্রসাদ বিতরণ করা হয়েছে।