
৩ নভেম্বর মধ্যেরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে
নির্মম ভাবে হত্যা করা জাতীয় ৪নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য
অর্পণ,শোক র্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে কালকিনি পৌর আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে শোকাবহ কলঙ্কময় জেল হত্যা দিবস পালন করা হয়েছে।
এউপলক্ষে আজ(শুক্রবার) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে উপজেলার প্রধান প্রধান সড়কে শোক র্যালী শেষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কালকিনি পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আশ্রাব আলী বেপারীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী। বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের আহবায়ক এমদাদুল হক সরদার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমিন মিজানুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কহিনুর সুলতানা, সহ- সভাপতি নুরুন নাহার লাভলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মোঃ ফরিদ সরদার, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন বেপারী, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সুমন মোল্লা ও কালকিনি পৌর ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম খলিল।
সভার সার্বিক পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক
সাধারন সম্পাদক ইলিয়াস হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাবেক সহ-সভাপতি সাইফুর রহমান রনি।