
ময়মনসিংহের নান্দাইলে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা সহ আবুল কাশেম ফকির (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানা পুলিশ শুক্রবার রাতে উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকা থেকে তাকে মাদক সহ হাতে-নাতে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা (মাদক দ্রব্র) উদ্ধারপূর্বক জব্দ করে। আবুল কাশেম ফকির শেরপুর ইউনিয়নের শেরপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত শামছুদ্দিনের পুত্র। মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু সহ আসামীকে শনিবার ময়মনসিংহ জেল হাজতে প্রেরন করা হয়েছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ বলেন, ময়মনসিংহ জেলার মাননীয় পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার গৌরিপুর সার্কেল মহোদয়ের নির্দেশে নান্দাইল থানা পুলিশের টিম এ অভিযান পরিচালনা করে উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। চোর, জুয়া ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে
পুলিশ প্রশাসন জিরো টলারেন্স অব্যাহত আছে, এ ব্যাপারে কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।