কুড়িগ্রামের উলিপুরে হাজ্বীগণের সংগঠন 'হিজবুল আরাফাত- উলিপুর পৌরশাখা'র আয়োজনে পৌর এলাকার হাফেজি মাদ্রাসার ছাত্রদের মধ্যে "ক্বিরাত প্রতিযোগিতা" অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) উলিপুর শাহী মসজিদে অনুষ্ঠিত উক্ত অনুঅনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উলিপুর পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু ও হিজবুল আরাফাত-উলিপুর উপজেলা শাখা সভাপতি আলহাজ্ব আবু তৈয়বব সরদার,সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নূরবক্ত মিঞা (সাংবাদিক), সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কয়ছার আলী প্রমূখ। হিজবুল আরাফাত, উলিপুর পৌর শাখার সভাপতি আলহাজ্ব মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উলিপুর মসজিদুল হুদা মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ আনছার আলী, উলিপুর শাহী মসজিদের খতিব হাফেজ মাওঃ জুবায়ের রহমান, হাফেজ নুরুল ইসলাম প্রমূখ।পরে ক্বিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ শেষে দোয়া অনুষ্ঠিত হয়।