
নওগাঁর আত্রাই ও রানীনগর উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২রা নভেম্বর) রাতে এসব ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছে। আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু শ্রী নিপেন্দ্রনাথ দত্ত দুলাল জানান, সন্ধ্যার পরে তার নেতৃত্বে আত্রাই উপজেলা আওয়ামী লীগের একটি শান্তি মিছিল বের হয়। মিছিলটি রেলগেট এলাকায় আসলে পেছন থেকে ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় বিস্ফোরণে তিনজন নেতাকর্মী আহত হন।
অন্যদিকে রাণীনগর থানাপুলিশ জানায়, রাত সাড়ে আটটার দিকে রানীনগর উপজেলার রেলগেটের অদূরে ঝিনাবরবরিয়া সড়ক হয়ে কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে ককটেলের নিক্ষেপ করে কে বা কারা। এতে গুরুতর আহত হন তিনজন। তাদের রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেয়া হচ্ছে।
রানীনগর থানার ওসি তদন্ত সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে।