
নওগাঁয় জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের পৃথক দুটি অভিযানে ৪ শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে ।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাটের চৌকস দল গত শুক্রবার নওগাঁ জেলার বদলগাছী থানায় পৃথক দুটি অভিযান চালিয়ে চকবনমলী এলাকা হতে ২৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী নওগাঁ সদর থানার চকবাড়িয়া গ্রামের মোঃ গফুরের কন্যা মোছাঃ মাহফুজা বেগম (৪৬) ও চকরামচন্দ্র গ্রামের মোঃ আবিরের কন্যা
মোছাঃ নাহার বেগম (৪০) এবং মথুরাপুর এলাকা হতে ১২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নওগাঁ জেলার বদলগাছি থানার গয়েশপুর গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র রুবেল হোসেন (৩১) কে গ্রেফতার করে। এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,গ্রেফতারকৃত আসামীরা সকলেই চিহ্নিত মাদক কারবারী। তারা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনা-বেচার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।