রাজধানীতে বৃষ্টির সময় জলাবদ্ধতার জন্য দশটি অঞ্চলে দশটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো.আতিকুল ইসলাম।
শনিবার (১১ মে) সকালে রাজধানীর গুলশান-২ নম্বর নগর ভবনের সামনে ডিএনসিসির বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা বর্জ্য প্রদর্শনী শেষে গণমাধ্যমকে এই তথ্য জানান।
মেয়র আতিকুল ইসলাম বলেন,রাজধানীতে বৃষ্টির সময় জলাবদ্ধতার জন্য দশটি প্রশাসনিক অঞ্চলে দশটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। কোথাও বৃষ্টি হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হলে নগরবাসীকে সাথে ১৬১০৬ হট লাইনে যোগাযোগ করার কথা জানান তিনি।
মেয়র বলেন,হট লাইনে অভিযোগ করার পর নির্দিষ্ট সময়ের মধ্য কুইক রেসপন্স টিম কাজ শুরু করবে।
খালের বর্জ্য ফেলা নিয়ে মেয়র বলেন,বৃষ্টি হলে শহরে যেভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতো সেটা অনেকাংশে সমাধান হয়ে আসছে। এখনো অল্প এলাকায় জলাবদ্ধতা হয়। এ জলাবদ্ধতা শুধু মাত্র ড্রেনে ময়লা জমে জলাবদ্ধতা হয়। এখন কেউ খাল ও ড্রেনে বর্জ্য ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হুশিয়ারি দেন ডিএনসিসি মেয়র।
ডিআই/এসকে