
কক্সবাজারে যাত্রীবাহী বাস তল্লাশি করে ৪.৩৯৮ কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে কক্সবাজার (৩৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুষ্টিয়া থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাস শুক্রবার সকালে বাংলাবাজার এলাকায় তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে বাসটি তল্লাশি করে মালিকবিহীন একটি ব্যাগ থেকে ৪.৩৯৮ কেজি হেরোইন জব্দ করা হয়।
অধিনায়ক বলেন, কুষ্টিয়া থেকে মাদকের চালান কক্সবাজার আসবে এমন একটি গোয়েন্দা তথ্য আমাদের কাছে ছিলো। এসময় মাদক উদ্ধারের লক্ষে ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার মহাসড়কের ওপর অবস্থান গ্রহণ করে। আনুমানিক সকাল পৌনে নয়টায় বাসটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
এছাড়া সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
ডিআই/এসকে