
শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
“সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্যে কুমিল্লা মুরাদনগর উপজেলার মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) আয়োজনে মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুর রহমান ও বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার উপস্থিত ছিলেন ।
চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় দুর্নীতি প্রতিরোধ কমিটি মুরাদনগর উপজেলার সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: খলিলুর রহমান, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার, মাওলানা আন ম জসিম উদ্দিন ভূইয়া, তারিকুল ইসলাম এবং বিচারক মন্ডলী হিসেবে নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল উদ্দিন আহমেদ ও কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
রচনা ও বিতর্ক প্রতিযোগীতায় শ্রীকাইল নজম উদ্দিন ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ধামঘর আদর্শ উচ্চ বিদ্যালয়, প্রতিযোগিতায় পরমতলা শব্দর খাঁন উচ্চ বিদ্যালয় ও চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এতে চ্যাম্পিয়ন হয় চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয় শ্রীকাইল নজম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়।