
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করায় বিএনপি থেকে বহিস্কৃত হয়েও ভাইস চেয়ারম্যান পদে (তালা প্রতীকে) ৩৫ হাজার ৮০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হানিফ আহমেদ সবুজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক-১ মোঃ হোসেন মিয়া (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৮৫২ ভোট। বিএনপি থেকে বহিস্কার হয়েও ৬ হাজার ৯৫৫ ভোটের বিশাল ব্যবধানে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বিজয়ী হয়ে এলাকায় চমক সৃষ্টি করেছেন।
উল্লেখ যে, দলীয় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করায় তিনিসহ ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের অপর প্রার্থী বিএনপি নেত্রী শামীমা আক্তারকে (প্রজাপতি প্রতীক) দল থেকে বহিস্কার করা হয়।