
ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী মোঃ ফারুক আহমেদ ফারুক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য; গত ৮মে অনুষ্ঠিত ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে একাধিক প্রার্থী হওয়ায়, বিএনপির বহিস্কৃত নেতা আমিনুল ইসলাম বাদশার কাছে ২হাজার ৮শত ৩১ ভোট কম পেয়ে পরাজিত হন, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ফারুক।
৯মে ফারুক আহমেদ সোশ্যাল মিডিয়ায়, তার ফেসবুক টাইম লাইনে ঝিনাইগাতী উপজেলাবাসীর উদেশ্যে যা বললেন, আমার প্রানপ্রিয় ঝিনাইগাতী উপজেলার সকল স্তরের সম্মানিত ভোটার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম।
গত ৮ তারিখ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা সবাই আমার সাথে ছিলেন, আমাকে আপনারা যে ভালবাসা দিয়েছেন আমি আপনাদের ভালোবাসায় সত্যিই সিক্ত। আমার এই পরাজয় একার পরাজয় নয়। আমার পরাজয় মানে ঝিনাইগাতী উপজেলার সকলের পরাজয়, এতগুলো মানুষের ভালোবাসার পরাজয়।
আমার জন্য যারা এতটা দিন কষ্ট করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনে আগেও যেমন আমাকে কাছে পেয়েছেন, এখনো আমাকে সেভাবেই কাছে পাবেন ইনশাআল্লাহ।
সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহতায়ালা যেন আমাকে সুস্থ্য রাখেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরও সুস্থ্য রাখেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।