
দীর্ঘ ৭ বছর পলাতক থাকার পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রিপন আলীকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন আশ্রাফাবাদ এলাকায় থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১০ এর একটি দল।
শুক্রবার (১০ মে) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম.জে.লসোহেল এসব তথ্য নিশ্চিত করেন।৷
তিনি জানান,গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন আশ্রাফাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মামলা নং-৩৭, তারিখ-২৭/০২/২০১৭ ইং, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিল ১(খ);মাদক মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডসহ সাজা ওয়ারেন্টভুক্ত দীর্ঘ ০৭ বছর যাবৎ পলাতক আসামী মো.রিপন আলী (৩৮) কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়,জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে