
কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ১২ জনকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ( ৩ নভেম্বর ) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো. রুহুল আমীন।
তিনি জানান, উলিপুর থানা পুলিশ বৃহস্পতিবার ( ২ নভেম্বর ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানাধীন রাজারামক্ষেত্রী গ্রাম থেকে নারিকেলবাড়ি গ্রামের দিলীপ চন্দ্র বর্মণ (৩৮), অলক চন্দ্র বর্মন (৪৫), সুমন চন্দ্র বর্মন (৩০), মো. আনিসুর রহমান (৩৫), ক্লিনটন বর্মণ (৩০), বিষ্ণু চন্দ্র বর্মণ (৪৮), মো. মতিয়ার রহমান (৬৫), অশোক কুমার (৫২) এবং রাজারামক্ষেত্রী গ্রামের সুমন চন্দ্র (৩৫), সুভাস চন্দ্র (৫৮), মোনাই চন্দ্র বর্মণ (৫০), সুভাস চন্দ্র বর্মণ (৫৫) নামে ১২ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জুয়া নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা।
ডিআই/এসকে