পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে এস এম বায়জীদ হোসেন (দোয়াত-কলম) প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আগে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ছিলেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মো.রফিকুল ইসলাম সুমন (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শাহনাজ পারভীন শানু(গোলাপ ফুল)। মো.রফিকুল ইসলাম সুমন জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। অন্যদিকে শাহনাজ পারভীন শানু সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচনে জিয়াউল আহসান গাজী (আনারস প্রতীক) নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তিনি পিরোজপুর জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে আছেন। এছাড়াও এই উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মো.মাহামুদুল হক দুলাল (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন দিলারা পারভীন লাভলী (কলস)।
পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে এস এম নূরে আলম শাহীন (দোয়াত-কলম) প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই। এছাড়াও এই উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মো.মোস্তাফিজুর রহমান রঞ্জু (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আলো সিকদার (কলস)।