
আন্তঃজেলা ট্রাক,কাভার্ড ভ্যান,লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
রাজধানীর কোতয়ালী ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (০৯মে) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম.জে. লসোহেল এসব তথ্য নিশ্চিত করেন।৷
গ্রেফতারকৃতরা হলো,শশি গ্রুপের মূলহোতা মো.তৌকির আহমেদ ওরফে শশি (৩০),মো. সুমন (৩২), মো. আরিফ (২৭),মো.কামরান (২৪)।
এসময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদা নগদ ৩ হাজার ৪০ টাকা ও ৪ টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।
এছাড়া হানিফ গ্রুপের অন্যতম মূলহোতা মো. আবু হানিফ (৩৮),মো.মজিবুর রহমান ওরফে বাতাস (১৯), মো.শাহিন (২১),মো.শান্ত (২২),মো.লিটন (১৮), মো.সাগর ইসলাম (১৮),মো.শাহাদাত হোসেন (১৮), মো. রুবেল (৩২)।
এসময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদা নগদ ৬ হাজার ২০০ টাকা ও ৮ টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।
এম.জে.সোহেল বলেন,বৃহস্পতিবার (৯ মে) আনুমানিক মাধ্যরাত ২টা ৪৫ মিনিটে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন নয়াবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
অভিযানে আন্তঃজেলা ট্রাক,কাভার্ড ভ্যান,লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা মো. তৌকির আহমেদ ওরফে শশি সহ ৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে।
এছাড়া র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। এসময় আন্তঃজেলা ট্রাক,কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্র হানিফ গ্রুপের অন্যতম মূলহোতা মো.আবু হানিফসহ ৮ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, জানা যায় যে,গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর কোতয়ালী,যাত্রাবাড়ী,ডেমরা ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক,কাভার্ড ভ্যান,লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচরনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে