
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচন সম্পূর্ণ।(৮মে) বুধবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহন অনুষ্টিত হয়।
নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রোমা আক্তার বিজয়ী হয়েছেন। রোমা আক্তার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। নাসিরনগরে এই প্রথমবারের মতো কোনো নারী উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বেসরকারিভাবে নির্বাচিত রোমা আক্তার পেয়েছেন ৩৪ হাজার নয়শত এক ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক বিএনপি নেতা ওমরাও খান পেয়েছেন ১৮ হাজার ৩৮০ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন, আবু আহাম্মদ কামরুল হুদা (টিউবওয়েল প্রতীক) তাঁর প্রাপ্ত ভোট ৩৭৯২৬ নিকটতম প্রতিদ্বন্ধী ভানু চন্দ্র দেব (মাইক প্রতীক) প্রাপ্ত ভোট ২০৪০৭
ভাইস চেয়ারম্যান নারী বিজয়ী হয়েছেন রিটা আক্তার (ফুটবল প্রতীক) তাঁর প্রাপ্ত ভোট ৩২২৩৭ নিকটতম প্রতিদ্বন্ধী রুবিনা আক্তার (কলস প্রতীক) প্রাপ্ত ভোট ২২৩৬৩
সরাইল উপজেলায় ৮১ টি ভোট কেন্দ্র রয়েছে। এ উপজেলায় নারী-পুরুষ প্রায় ২ লক্ষ ৭০ হাজার ৬শত ভোটার রয়েছন।
বেসকারি ভাবে ফলাফল জানিয়েছেন সরাইল উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এদিকে চেয়ারম্যান পদপ্রার্থী স্বতন্ত্র মোঃ শের আলম মিয়া (মোটরসাইকেল মার্কা) ৩৯ হাজার ৩০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোঃ রফিক উদ্দিন ঠাকুর (ঘোড়া) পেয়েছেন ২৮ হাজার ৯৪৪ ভোট।
এছাড়া হানিফ আহমেদ সবুজ (তালা) প্রতীকে ৩৫ হাজার ৮০৭ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হোসেন মিয়া ( টিউবওয়েল) ২৮ হাজার ৮৫২ ভোট পেয়েছেন।
৩১ হাজার ১৮৬ ( হাঁস ) ভোট পেয়ে রোকেয়া বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবেদা বেগম (ফুটবল) পেয়েছেন ২৩ হাজার ৯৬৮ ভোট।
এ বিষয়ে রাত সাড়ে ১০টায় ভোট গণনা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।